স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মুম্বাইয়ে মঙ্গবার দুপুর আড়াইটায় শুরু হবে এই ম্যাচ। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের চাওয়া, ম্যাচ বাই পরিকল্পনা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জেতা।
সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব জানান, তাঁর চাওয়া টস ভাগ্য যেন বাংলাদেশের সঙ্গেই থাকে। তিনি বলেন, ‘দোয়া করেন, যাতে কাল টসে জয় লাভ করি।’ প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, ‘কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।’
বিশ্বকাপে জয় দিয়ে শুরু করার পর টানা তিন ম্যাচে হেরেছে বাংলাদেশ। আর এবার তারা মুখোমুখি হচ্ছে টুর্নামেন্টের হট ফেবারিট দল দক্ষিণ আফ্রিকা। যারা চার ম্যাচে তিন জয়ে টেবিলের তিনে অবস্থান করছে। তবে বিশ্বকাপে ৪ দেখায় দুই দলই জয় পেয়েছে দুইটি করে ম্যাচে। এদিকে সব মিলিয়ে এখন অবধি ২৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ৬টিতে এবং হেরেছে ১৮টিতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post