স্পোর্টস ডেস্কঃ লা লিগায় আবারো পয়েন্ট হারাল বার্সেলোনা। রোববার গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে কাতালানরা। এর আগে জিরোনার বিপক্ষে ম্যাচেও গোল করতে পারেন নি বার্সা ফরোয়ার্ডরা। ড্র করলেও চলতি মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের লিগ শিরোপার প্রতিদ্বন্দ্বী নেই।
রিয়াল মাদ্রিদের সমান ২৯ ম্যাচ খেলে ১১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে বার্সা। ২৯ ম্যাচে ২৩ জয় ও চতুর্থ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই জাভি হার্নান্দেজের দল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। গেতাফের মাঠে ৬৬ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের জন্য নেয় আটটি শট, এর কেবল তিনটি ছিল লক্ষ্যে।
এর বিপরীতে গেতাফে তিন শটের একটি রাখতে পারে লক্ষ্যে। এর আগে বার্সেলোনা কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-০ গোলে হেরেছে। প্রথম লেগে জয় পেলেও দ্বিতীয় লেগের এই হারে ফাইনালের আশা ভাঙে তাদের। লিগে তারা আটকে যায় জিরোনার বিপক্ষেও।
সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো বার্সা। এর আগে লিগ ম্যাচেই জিরোনা ও কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে জালের দেখা পায়নি জাভির দল। রবার্ত লেভানডফস্কি-আনসু ফাতি-ফেরান তোরেসরা এই তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেন নি।
Discussion about this post