নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফর্মের তুঙ্গে সিলেট স্ট্রাইকার্স। ঢাকায় প্রথম পর্বে টানা চার জয়ের সুখস্মৃতি নিয়ে চট্টগ্রামে পাড়ি জমায় মাশরাফী বিন মোর্ত্তজার দল। সোমবার চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা ঢাকা ১২৮ রানের বেশি করতে পারে নি। সিলেটের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে বড় সংগ্রহ পায় নি নাসির হোসেনের দল। ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেছেন ঢাকার অধিনায়ক নাসির। এছাড়া উসমান ঘানি করেন ২৭ রান। সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইমাদ ওয়াসিম। একটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ আমির।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই সৌম্য সরকারের উইকেট হারিয়ে বিপদে পড়ে ঢাকা। সিলেটের একাদশে প্রথমবার সুযোগ পাওয়া রুবেলের বলে বোল্ড হয়ে গোল্ডেন ডাক মারেন সৌম্য। আফগান ওপেনার উসমান ২৮ বল খেলে করেন ২৭ রান। শ্রীলঙ্কার দিলশান মুনাভিরা করেন ১৭ বলে ১৭ রান।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাস গোল্ডেন ডাক মেরে ইমাদ ওয়াসিমের বলে বোল্ড হন। মোহাম্মদ মিঠুন খেলেন ২৩ বলে ১৫ রানের ইনিংস। নাসির কেবল ৩১ বলে ৩ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৩৯ রান। ১৬ বলে ২০ রান করে আউট হন আরিফুল হক। তাসকিন অপরাজিত থাকেন ৩ বলে ২ রান করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post