স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে বরাবরই হইচই ফেলে দেওয়া নাম বেন স্টোকস। সবশেষ নিলামেও এই তারকা ক্রিকেটারকে নিয়ে তুমুল কাড়াকাড়ি শেষে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। তবে এত টাকা খরচ করেও, স্টোকসের কাছ থেকে সেরা সার্ভিস পাচ্ছে না চেন্নাই।
আসরের শুরুতে মাত্র ২ ম্যাচ খেলতে পেরেছেন স্টোকস। ব্যাটে-বলে খুব একটা পারফর্ম করতে পারেননি। গুজরাট টাইটান্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ৭ রান করেছেন মাত্র। বল করেননি সেই ম্যাচে। এরপরের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ব্যাট হাতে করেছেন ৮ রান। ১ ওভার বল করে ১৮ রান খরচার পর আর বোলিংয়েই আসেননি।
এরপর থেকে আর একাদশেই দেখা মেলেনি স্টোকসের। জানা গেছে, ইনজুরি সমস্যা। ভারতে আইপিএল খেলতে আসার আগে চোট পাওয়ায় ইনজেকশন নিয়েই খেলতে এসেছিলেন। দুই ম্যাচ খেললেও, স্টোকসকে তেমন ফিট মনে হয়। সেটা বেড়ে যাওয়ায় খেলতে নামতে পারেননি এরপর থেকে।
সেখান থেকে অনেকটাই খেলার মতো ফিট হয়েছিলেন। তবে নতুন করে আবার অনুশীলনে চোট পান। যার ফলে আরও অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন এই তারকা। এখনও ফিট হতে পারেননি খেলার জন্য। আর তাই ৩০ এপ্রিল, রোববার বিকেলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচেও দেখা মেলেনি স্টোকসের। এখন তাঁকে ফিরে পাওয়ায়ই চ্যালেঞ্জ চেন্নাইয়ের জন্য।
এই নিয়ে টানা ৭ ম্যাচে চেন্নাইয়ের একাদশে নেই স্টোকস। যা কিনা দলটির জন্য অনেকটাই দুঃশ্চিন্তার। যদিও পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে আছে এখন দলটির। পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামার আগে ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে চেন্নাই। রাজস্থান রয়্যালস ও লখনৌ সুপার জায়ান্টসের সমান ১০ পয়েন্ট থাকলেও, রান রেটে পিছিয়ে থাকায় তাদের থেকে নিচে অবস্থান মহেন্দ্র সিং ধোনির দলের। আর ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post