স্পোর্টস ডেস্কঃ জিফ-আফ্রো টি-টেন লিগের প্রথম ম্যাচে দারুণ বোলিং করেছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। শুক্রবার আসরের প্রথম ম্যাচে তাসকিনের বুলাওয়ে ব্রেভস ৪৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে হারারে হ্যারিকেন্সকে।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১২৮ রান করে বুলাওয়ে। রান তাড়ায় ৭৯ রানের বেশি করতে পারে নি হারারে। ৩০ বল মোকাবিলায় ৪ চার ও ৫ ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন সিকান্দার রাজা।
বুলাওয়ের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেন বেন ম্যাকডারমট। এছাড়া মারুমার ব্যাট থেকে আসে ১২ রান। তাসকিন করেন ৪ রান। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারায় হারারে। প্রথম ওভারেই তাসকিনের হাতে বল তুলে দিলেন বুলাওয়ের অধিনায়ক রাজা।
অধিনায়কের আস্থার প্রতিদান দিতেও ভুল করলেন না তাসকিন। বাংলাদেশের এই পেসার ইনিংসের চতুর্থ বলেই ফেরান ভারতের রবিন উথাপ্পাকে। এরপর একে একে সাজঘরের পথ ধরেন ইয়ন মরগান, ডোনাভন ফেরেইরা ও সামিত প্যাটেলরা।
শুরুর ধাক্কা সামলে মোহাম্মদ নবি ১৪ বলে ২২, ইরফান পাঠান ৭ বলে ১৫ ও লুক জংওয়ে ১০ বলে ২০ রান করেন। বুলাওয়ের হয়ে রাজা তিনটি এবং টাইমাল মিলস নিয়েছেন দুটি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post