নিজস্ব প্রতিবেদকঃ ৪ সেপ্টেম্বর, ২০২২। সামাজিক মাধ্যমে মুশফিকুর রহিম লিখেছিলেন, ‘দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।’
এরপর মুশফিকের আর ফেরা হয় নি টি-টোয়েন্টিতে। তবে ঘরোয়া ক্রিকেটে এই ফরম্যাটে বেশ দারুণ খেলছেন এই উইকেটকিপার ব্যাটার। গতবার সিলেট স্ট্রাইকার্সের ফিনিশারের ভূমিকায় খেলে ১৫ ইনিংসে মুশফিকের রান ৩৫৭, গড় ৩৯, স্ট্রাইক রেট ১৩২। এবার ১৪ ইনিংসে তাঁর রান ৩৩ গড় ও ১২৩ স্ট্রাইক রেটে ৩৬৭। গতবারের মতো এবারও তাঁর দল বিপিএলের ফাইনাল খেলছে। গত রাতে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে মুশফিকের ফরচুন বরিশাল।
রংপুরকে হারিয়ে ম্যাচসেরার পুরস্কার হাতে সংবাদসম্মেলনে আসেন মুশফিক। নানা প্রশ্নের মাঝে তার অবসরের প্রসঙ্গও উঠে আসে। সেখানেই মুশফিক পাল্টা প্রশ্ন রাখেন, ‘ ‘আমি শুধু একটা প্রশ্ন করি, আমি কি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছি নিজের ইচ্ছায়? এতটুকু শুধু বলার আছে।’ মুশফিকের উত্তরে প্রচ্ছন্ন অভিমান স্পষ্ট। সেই অভিমান থেকেই জবাবটাও তিনি দিয়ে দেন সম্মেলন কক্ষ ছাড়তে ছাড়তে, ‘যখন অবসর নিয়েছিলাম, তার আগের এক মাস একটু দেখে নিয়েন। আর কিছু বলার নেই।‘
২০০৬ সালে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের সদস্য ছিলেন মুশফিক। এখন পর্যন্ত ১০২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৯৩ ইনিংসে ব্যাট করে ১৯.৪৮ গড়ে করেছেন পাক্কা ১৫০০ রান। সেখানে ৬টি ফিফটি করা ৩৫ বছর বয়সী এ ব্যাটারের স্ট্রাইক রেট ১১৫.০৩।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post