স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১৫ ম্যাচ খেলে অবশেষে প্রথম জয় পেয়েছে মিডলেক্স। প্রতিযোগিতার ইতিহাসে লজ্জার রেকর্ড গড়া দলটি অবশ্য জিততে গড়েছে আরেক রেকর্ড। গতরাতে সারের বিপক্ষে ম্যাচে রেকর্ড রান তাড়া করেছে জিতেছে মিডলেক্স।
সাউথ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৫২ রান করে সারে। রান তাড়ায় ৭ উইকেটের বড় জয় পায় মিডলেক্স। অধিনায়ক স্টিফেন এস্কিনাজি ওপেন করতে নেমে ৩৯ বলে একটি ছক্কা এবং ১৩টি চারের সাহায্যে ৭৩ রান করেন। ম্যাক্স হোল্ডেন ৩৫ বলে ২টি ছক্কা এবং ৯টি চারের সাহায্যে ৬৮ রানে অপরাজিত থাকেন।
জো ক্র্যাকনেল ১৬ বলে ৩৬ করে রানআউট হন। রায়ান হিগিন্স ২৪ বলে ৪৮ রান করেন। ফলে ৪ বল হাতে রেখে জয় পেয়ে যায় মিডলেক্স। এটি টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই বছরের শুরুতে উইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার রেকর্ড জয় থেকে ৬ রান কম। অন্যদিকে টি-টোয়েন্টি ব্লাস্টে এটিই রেকর্ড রান তাড়া করে জয়।
বিপিএল খেলে যাওয়া উইল জ্যাকস ব্যাট হাতে ঝড় তোলেন। সারের এই ওপেনার হাঁকান এক ওভারে ৫ ছক্কা। ইনিংসের ১১তম ওভারে তিনি প্রথম পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান। সেই ওভারে হয় মোট ৩১ রান। বোলার ছিলেন মিডলেক্সের লেগ-স্পিনার লুক হলম্যান। শেষ পর্যন্ত জ্যাকস ৪৬ বলে বলে ৭টি ছক্কা এবং ৮টি চারের হাত ধরে ৯৬ রান করে আউট হন। মাত্র চার রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি।
লরি ইভান্স ৫ ছক্কা ও ৯ চারের হাত ধরে ৩৭ বলে ৮৫ রান করেন। সারে স্কোর বোর্ডে রান জমা করে ২৫২। তবে জ্যাকসের বিধ্বংসী পারফরম্যান্সের পরেও তাঁর দল ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পারেনি। ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় মিডলেক্স। যা চলতি আসরে ১১ ম্যাচে প্রথম। এর আগে গত মৌসুমের শেষদিকে টানা চার ম্যাচে হেরেছিল তারা। এবারও টানা ১০ হারের পর অবশেষে রেকর্ড গড়ে হাসল জয়ের হাসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post