স্পোর্টস ডেস্কঃ প্রথম টি-টোয়েন্টি হারলেও পরের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল তারা। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সোমবার রাতে বড় জয় পেয়েছে আফগানরা। শারজাহতে আগে ব্যাট করে ইব্রাহিম জাদরানের ফিফটিতে ১৫৫ রান করে স্বাগতিকরা। জবাব দিতে নেমে আফগান পেসারদের তোপের মুখে পড়া আয়ারল্যান্ড অলআউট হয় মাত্র ৯৮ রানে। ৫৭ রানের বড় জয় পায় রশিদ খানের দল।
সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পায় আয়ারল্যান্ড। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাদেরকে ১০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় আফগানিস্তান। আর শেষ ম্যাচে তো পাত্তাই পায় নি আইরিশরা। আফগানদের জয়ের নায়ক জাদরান। ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। তাতে ১৫৫ রানের পুঁজি পায় আফগানরা। জাদরানের ইনিংসে ছিল ৩ ছক্কা ও ৫ চার। ২২ বলে ২৭ রান আসে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ ইশাকের ব্যাট থেকে। ৩ চার হাঁকান তিনি। আইরিশদের ৬ জন বোলার ১টি করে উইকেট শিকার করেন।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয় নি আয়ারল্যান্ডের। আজমতউল্লাহ ওমরজাই ও নাভিন উল হকের পেস তোপে বেশ বিপাকে পড়ে তারা। ইনিংস সর্বোচ্চ ২৮ রান করেন কার্টিস ক্যাম্ফার। আফগানদের হয়ে ৪ উইকেট নেন ওমরজাই। নাভিন নেন ৩ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন রশিদ খান, ফজলহক ফারুকি ও নাঙ্গেলিয়া খারোতে। এদিকে দারুণ ব্যাট করার সুবাদে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন জাদরান। আর সিরিজ সেরা হয়েছেন রশিদ। দীর্ঘদিন পর ফেরার সিরিজে সেরার তকমা পেয়েছেন এই লেগ স্পিনার। আফগান ক্রিকেটাররা জাতীয় দলের ব্যস্ততা শেষে আইপিএলে যোগ দেবেন এখন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post