নিজস্ব প্রতিবেদকঃ দারুণ ফর্মে রয়েছেন জাকির হাসান। সবশেষ ভারত সফরে নিজের টেস্ট অভিষেক পারফম্যান্স উপহার দিয়েছে। মাস খানেক যেতে না যেতেই বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেকে পাল্টে ফেলেছেন একদম। ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলছেন।
প্রথম ম্যাচে ছোট রান তাড়া করতে গিয়ে ২১ বলে দুই চার ও এক ছক্কায় খেলেছেন ২৭ রানের ইনিংস। এরপর দ্বিতীয় ম্যাচে বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ বলে চার বাউন্ডারি ও তিন ওভার বাউন্ডারির মারে খেলেন ৪৩ রানের ক্যামিও ইনিংস। প্রায় ২৪০ স্ট্রাইক রেটের সেই ইনিংস সিলেটের জয়ের পথ সুগম করে দেয়। ম্যাচে জাকিরের ব্যাটিং স্টাইল, শট সিলেকশন, স্ট্রোক আলাদাভাবে নজর কেড়েছে।
সেই জাকিরকে প্রশংসায় ভাসিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচ নাজমুল হোসেন। জাতীয় দলের সাবেক এই পেসার মনে করেন, টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় সম্পদ হবে জাকির হাসান। জাকিরের পরিশ্রম আর পরিকল্পনা নিয়েও কথা বলেছেন তিনি।
নাজমুল বলেন, ‘কাল যে ইনিংস খেলেছে, আমার খেলোয়াড়ি জীবন বা অনেক দিনে ঘরোয়া ক্রিকেটে এরকম ইনিংস রান তাড়ার ম্যাচে খুবই কম দেখেছি। আমাদের খেলার যে মোমেন্টামটা ছিল, সেটা কিন্তু ওর ইনিংসটা পরিবর্তন করে দিয়েছে। আশা করবো, ও যদি এই মোমেন্টামটা ধরে রাখতে পারে তাহলে, টি-টোয়েন্টিতে বাংলাদেশের বড় সম্পদ হতে পারে।’
সাবেক এই ক্রিকেটার ও কোচ আরও বলেন, ‘আমি জাকিরকে সবশেষ দুই-তিন বছর ধরে দেখছি, যেহেতু সিলেট বিভাগের হয়ে খেলছে সে। ও কিন্তু ওর ব্যাটিং নিয়ে খুবই ভাবে এবং চাচ্ছে তিন ফরম্যাটেই যেন ক্রিকেট খেলতে পারে। আমি ওর সাথে অনেকদিন কথা বলেছি, তোমার পরিকল্পনা আসলে কী? ও যেটা বলেছে, আমি যেহেতু ক্রিকেট খেলব, তিন ফরম্যাটেই খেলতে চাই। নিজেকে ওইভাবেই তৈরি করছে। আরেকটা ভালো দিক, ভারতের সাথে টেস্ট সিরিজটা গুরুত্বপূর্ণ ছিল। সেখানে ভালো খেলতে পারায়, আত্মবিশ্বাস কাজ করেছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post