স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। আজ থেকে শুরু হয়েছে তিন ম্যাচের সেই সিরিজ। হারারেতে প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করছে আইরিশরা। আগে ফিল্ডিং বেঁছে নেওয়া জিম্বাবুয়ের একাদশে এদিন অভিষেক হয়েছে গ্যারি ব্যালেন্সের।
৩৩ বছর বয়সী ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার কিছুদিন আগেই খেলেছেন জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টিতে। এবার ওয়ানডেতেও অভিষেক হয়ে গেল তারা। মূলত গ্যারি ব্যালেন্সের জন্ম জিম্বাবুয়েতে। তবে ক্রিকেট ক্যারিয়ার ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ২৩ টেস্ট ও ১৬ ওয়ানডে ম্যাচ খেলেছেন।
তবে এখন আর দলে জায়গা পান না বলে, চলে এসেছেন জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সাথে দুই বছরের চুক্তি করেছেন। দেশটির হয়েই আপাতত খেলবেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটার। যার ধারাবাহিকতায় টি-টোয়েন্টির পর হলো ওয়ানডেতে অভিষেক। নিজের ওয়ানডে অভিষেক ক্যাপ সিকান্দার রাজার হাত থেকে তুলে নিয়েছেন তিনি।
ব্যালেন্সের অভিষেকের দিনে আগে ব্যাট করা আয়ারল্যান্ড এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৬৪ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post