স্পোর্টস ডেস্ক:: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন টেনিসের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন শোভন জামালী। আন্তর্জাতিক টেনিসের বিভিন্ন আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা জামালী মঙ্গলবার অস্ট্রেলিয়াল ক্যানবেরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক এই জাতীয় চ্যাম্পিয়নকে ক্যানবেরাতেই দাফন করা হবে। দীর্ঘ দিন থেকে অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনে ছিলেন এক সময়ের এই দাপুটে টেনিস তারকা।
মৃত্যুকালে শোভন জামালীর বয়স হয়েছিলো ৫৫ বছর। ১৯৮৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত বাংলাদেশ ডেভিপস কাপ দলের নির্ভরশলীর খেলোয়াড় ছিলেন তিনি। এই সময়ে ৫৩ ম্যাচ খেলে ২৫টিতেই জিতেন শোভন। জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ টেনিস ফেডারেশন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post