নিজস্ব প্রতিবেদকঃ চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরই মাঠে গড়াবে শ্রীলঙ্কা সিরিজ। ঘরের মাঠে তিন ফরম্যাটের সিরিজ খেলবে টাইগাররা। এরপর আছে জিম্বাবুয়ে সিরিজও। এছাড়া চলতি বছরের জুনে আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টানা খেলার ধকল সামলাতে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট খেলতে না চাওয়ার কথা বিসিবিকে জানিয়েছেন তাসকিন আহমেদ। এবার খোলাসা করলেন তার কারণ।
গতকাল দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের পর তাসকিন সংবাদমাধ্যমে জানিয়েছেন টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ। তাসকিন বলেছেন, ‘আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার (পেশি ছিঁড়ে যাওয়া) ছিল, সর্বশেষ এমআরআই যখন করেছিলাম বিশ্বকাপের সময়। এখনো ম্যানেজ করে করে খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকতে হবে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে।’
তাসকিন আরও বলেন, ‘হয়তো ভবিষ্যতে যদি উন্নতি হয় (কাঁধের অবস্থার), তখন আবার চেষ্টা করব (টেস্ট খেলতে)। এজন্যই বলেছিলাম বোর্ডকে, টেস্টে যেন আপাতত আমাকে বিবেচনা না করা হয়… কারণ, এখানে আসলে মেডিকেল টিম ও সবার কাছেই প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নেই। এজন্যই বলেছিলাম আর কী। আমাকে বোর্ড বলেছে বিপিএলের পর বসবেন বোর্ড কর্তারা। কোচ আসবেন, তখন সবাই মিলে কথা বলব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post