স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টির দল ঘোষণার সময়ই বোঝা গিয়েছিল সাকিব আল হাসান খেলবেন না শ্রীলঙ্কা সিরিজে সংক্ষিপ্ত ফরম্যাটে। এবার লাল বলের ক্রিকেটেও এই সিরিজে দেখা যাবে না বিশ্বসেরা অলরাউন্ডারকে।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না সাকিব। আর সেই বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জানিয়েছেন পুরো শ্রীলঙ্কা সিরিজের জন্যই বিরতি নিয়েছেন সাকিব। চোখের সমস্যার জন্যই, সেটিও নিশ্চিত করেছেন তিনি।
এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘সাকিব শ্রীলঙ্কা সিরিজের জন্য বিরতি নিয়েছে। শুধু টি-টোয়েন্টি ও ওয়ানডে নয়, টেস্টেও সাকিব খেলবে না।’
জালাল ইউনুস আরও বলেন, ‘তার চোখে একটা সমস্যা ছিল, তার জন্য একটা সমস্যা হচ্ছিল। কিন্তু সেটা সাময়িক। আশা করি সে যেহেতু এখন বিরতি নিয়েছে শ্রীলঙ্কা সিরিজের জন্য, যখন ফিরবে ভালোভাবেই ফিরবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post