স্পোর্টস ডেস্কঃ দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ভারতের বেঙ্গালুরুতে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ভুটান। ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
সেই ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমি ফাইনাল ভাগ্য। ভূটানের বিপক্ষে জেতার পাশাপাশি গ্রুপের অপর ম্যাচে মালদ্বীপের হারসহ বিভিন্ন সমীকরণ নির্ভর করছিল। তবে সব সমীকরণ এখন সহজ হয়ে গেছে বাংলাদেশের জন্য। ভুটানের বিপক্ষে ড্র করলেই সেমি ফাইনালে চলে যাবে জামাল ভূঁইয়ারা। এমনকি এক গোলের ব্যবধানে এই ম্যাচে হারলেও শেষ চারে উঠে যাবে দল!
এর মুল কারণ, গ্রুপের অপর ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে গ্রুপ সেরা হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে লেবানন। দলটি অতিথি হয়ে এবারের সাফে খেলতে এসেছে। মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের জন্য সেমি ফাইনালের সমীকরণ সহজ করে দিয়েছে লেবানন।
কেননা চার দলের গ্রুপে ৩ ম্যাচ খেলে সবক’টিতে জয় নিয়ে ৯ পয়েন্টে শীর্ষে সেমি ফাইনালে চলে গেছে লেবানন। বর্তমানে ২ ম্যাচ খেলে এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। অপরদিকে ৩ ম্যাচ খেলে এক জয় ও দুই হারে বাংলাদেশের সমান ৩ পয়েন্ট থাকলেও, গোল ব্যবধানে পিছিয়ে থাকায় টেবিলের তিনে অবস্থান করছে মালদ্বীপ। আর ২ ম্যাচে খেলে দুটিতেই হেরে কোনো পয়েন্ট না নিয়ে সবার নিচে চারে অবস্থান ভূটানের। দলটির গোল ব্যবধানও অনেক।
এই টেবিলই বলে দিচ্ছে, ভূটানের বিপক্ষে শুধুমাত্র ড্র করলেই শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এতে করে ১৪ বছরের আক্ষেপও ঘুচবে। ২০০৯ সালে সাফে সবশেষ সেমি ফাইনাল খেলেছিল বাংলাদেশ দল। এরপর থেকে কেবল ব্যর্থতায়ই সঙ্গী হয়েছে। এবার তাই ব্যর্থতার শিকল ভেঙে নতুন কিছুর সুযোগ দলের সামনে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post