নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দাপট দেখাল বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা। বৃহস্পতিবার ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি, কখনো তার চেয়ে বেশি বৃষ্টি ছিল মিরপুরসহ আশপাশের এলাকায়। বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত এক বলও মাঠে গড়াতে পারেনি দ্বিতীয় দিনের খেলা।
দ্বিতীয় দিন দুপুর ২টার কাছাকাছি সময়ে দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালসরা।ফলে তৃতীয় দিন সকাল ৯টা ১৫মিনিটে শুরু হবে খেলা। সর্বমোট খেলা হবে ৯৮ ওভার। এদিকে আজ খেলোয়াড়রা মাঠে এলেও বেশির ভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। বাংলাদেশ দলের অভিজ্ঞ মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে। জিম করেছেন মুমিনুল হক।
বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে। স্পিনারদের দাপটে দুই দলের’ই মোট ১৫টি উইকেট পড়েছে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে বাংলাদেশ সময় সকাল সোয়াব্যাট করতে নামার কথা ছিল নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপসের। কিন্তু রাত থেকে তুমুল বৃষ্টি হওয়ায় এমনিতেই মাঠ ছিল ভেজা। আবার সকাল থেকে টানা গুড়ি গুড়ি বৃষ্টি, আবহওয়াকে খেলার প্রতিকূলে নিয়ে গেছে। যার ফলে সোয়া ৯টায় খেলা শুরু করা সম্ভব হয়নি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে নিজেদের প্রথম ম্যাচ জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষ বিকেলে নিউজিল্যান্ডের পাঁচ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৫৫ রান। ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। টাইগারদের ৫ উইকেটই নিয়েছেন দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post