নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগের টি-২০ ফরম্যাটের চ্যাম্পিয়ন হলো রংপুর বিভাগ। ঢাকা মেট্রোকে লো স্কোরিংয়ের ফাইনালের পাঁচ উইকেটে হারিয়েছে রংপুর। এনসিএল টি-২০ ফরম্যাটের শুরুতে যে ভাবে লড়াই জমেছিলো, রান উৎসব হয়েছিলো, ফাইনালে সবই স্লান হয়েছে। শিরোপা নির্ধারণী ম্যাচ শেষ হয়েছে অল্প রানেই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করা ঢাকা মেট্রো ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৬২ রানেই গুটিয়ে যায়। অল্প রানের লক্ষ্য তাড়া করতে নামা রংপুর বিভাগ খুব একটা পরীক্ষায় পড়েনি। মাত্র পাঁচ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করে ফেলে।
টস হেরে ব্যাট করতে নামা ঢাকা মেট্রো মুকিদুল ইসলাম মুগ্ধ ও আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১৬.৩ ওভারে মাত্র ৬২ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ১৪ রান করেন শামসুর রহমান শুভ। ২৮ বলের মন্থর ইনিংসে দু্ই বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। দুই চারে নয় বলে ১৩ রান করেছেন আবু হায়দার রনি। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
রংপুরের হয়ে মুগ্ধ চার ওভারে ১২ রানে তিনটি ও আলা উদ্দিন বাবু ৩.৩. ওভারে ১২ রানে তিনটি করে উইকেট লাভ করেন।
শিরোপার জন্য মাত্র ৬২ রানের লক্ষ্য পেয়ে ব্যাট করতে নামা রংপুর জোড়ায় জোড়ায় উইকেট হারায়। দলীয় ১৪ রানে পরপর দুই উইকেট হারানোর পর দলীয় ১৮ রানে আবারো পরপর দুই উইকেট হারায় দলটি। ১৮ রানে চার উইকেট হারানো রংপুর দলীয় ৪২ রানেই হারায় পাঁচ উইকেট।
অল্প টার্গেটে দ্রুত পাঁচ উইকেট হারানো রংপুরকে জেতার জন্য ব্যাট করতে হয় ১১.২ ওভার। শেষ পর্যন্ত এনামুল হক এনামের নয় বলে তিন চারের অপরাজিত ১৪ রানের ইনিংসের সঙ্গে তানভীর হায়দারের অপরাজিত ৮ রানের ইনিংসে জয় নিশ্চিত করে। একটি করে চার ও ছ্ক্কায় ১১ বলে ১৪ রান করেন আরিফুল হক।
ঢাকা মেট্রোর হয়ে আনিস আল ইসলাম দু’টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০