স্পোর্টস ডেস্কঃ বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর বসতে চলেছে ঢাকায়। আগামী ২৬ মে শুরু হয়ে ৪ জুন পর্যন্ত চলবে টুর্নামেন্টটি। আগের তিন আসরের চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশসহ মোট ১২টি দেশ অংশ নিবে এবারের আসরে। প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে আসছে আফ্রিকার দেশ উগান্ডা।
মূলত পাকিস্তানের আসার কথা রয়েছিল টুর্নামেন্টে। তবে কাবাডির শক্তিশালী দেশটি আসছে না শেষ মূহুর্তে। আর তাই তাদের পরিবর্তে আফ্রিকার নতুন শক্তিধর উগান্ডা আসছে টুর্নামেন্টে খেলতে। উগান্ডার মতো প্রথমবার আসরে খেলতে আসছে দক্ষিণ কোরিয়া, জাপান ও থাইল্যান্ড। যারা কিনা সবশেষ কাবাডির দুটি বিশ্বকাপে সেমি ফাইনাল খেলেছিল।
এর বাইরেও টুর্নামেন্ট খেলতে আসছে পোল্যান্ড, কেনিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। সব মিলিয়ে ঢাকায় জমজমাট টুর্নামেন্টেরই আশা করা হচ্ছে। আগামী ২৩ ও ২৪ মে দলগুলোর ঢাকায় এসে পৌঁছার কথা রয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post