নিজস্ব প্রতিবেদকঃ ফিফা র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে থাকা চীনা তাইপের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও হারল বাংলাদেশ নারী দল। সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় স্বাগতিকরা হেরেছে ১–০ গোলে। প্রথম প্রীতি ম্যাচে একই ভেন্যুতে ৪-০ ব্যবধানে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা।
আজ ম্যাচের শুরু থেকে দারুণ ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে একটি গোল হজম করলেও পুরো ম্যাচ জুড়েই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবল খেলেছে স্বাগতিক দল। বিশেষ করে দ্বিতীয়ার্ধে তাইপের অর্ধেই বেশি সময় বল ছিল। বাংলাদেশ বেশ কিছু আক্রমণ করেও ম্যাচে সমতা আনতে পারেনি।
ম্যাচের ১৮ মিনিটে গোল করে এগিয়ে যায় তাইপে। ডি–বক্সে বল পেয়ে সুই–ইউ সুন বাকি কাজটা করেছেন সহজেই। এর আগে এই ম্যাচের একাদশে বাংলাদেশ কোচ পিটার বাটলার রাখেন নি মারিয়া মান্দা, কৃষ্ণা রানী সরকার ছাড়াও অধিনায়ক সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মাসুরা পারভীনকে। একাধিক অভিজ্ঞ খেলোয়াড় ছাড়াই মাঠে নামা লাল সবুজের প্রতিনিধিরা তাইপের চোখে চোখ রেখে লড়াই করেছে।
ম্যাচের শেষদিকে তহুরা খাতুনের পরিবর্তে সাবিনা খাতুনকে নামান বাংলাদেশ কোচ। ম্যাচের শেষ পনের মিনিটে সাবিনা নেমে টানা কয়েকটি কর্নার নিয়েছেন। সেই কর্ণারগুলো গোল হওয়ার মতোই ছিল। বাংলাদেশ দ্বিতীয়ার্ধে তাইপের বক্সের সামনে আনাগোণা করলেও অন টার্গেট শট সেভাবে নিতে পারেনি। সাবিনাকে নামালেও আরেক তারকা খেলোয়াড় সানজিদা আক্তারকে আজ নামান নি কোচ বাটলার। আর শেষ পর্যন্ত স্কোরলাইন ১-০ তে সীমাবদ্ধ ছিল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post