নিজস্ব প্রতিবেদক:: জাতীয় ক্রিকেট লিগে তামিমের ব্যাট চলছেই। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি করা ড্যাশিং ওপেনার এবার ১০ উইকেটে জিতিয়েছেন নিজ দল চট্টগ্রামকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ঢাকাকে ১০ উইকেটে হারিয়েছে তামিম ইকবালের চট্টগ্রাম।
আগে ব্যাট করা ঢাকা ফাহাদ, ইরফান-জয়দের বোলিং তোপে মাত্র ৬৪ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে সহজেই জয় নিশ্চিত করে ফেলে।
সকালে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নামা ঢাকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। বল হাতে ফাহাদ হোসেন ভেঙে দেন চট্টগ্রামের ব্যাটিং লাইনআপ। নিজে একাই তুলে নেন চার উইকেট। চট্টগ্রামের বোলিং তোপে পড়া ঢাকা ১৬.৪ ওভারে মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন তাইবুর রহমান। ৪৩ বলের ইনিংস সাজিয়েছেন দুই চার ও এক ছক্কায়। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ। ৫ রান করে সংগ্রহ করেন শুভাগত হোম ও নাজমুল ইসলাম অপু।
চট্টগ্রামের হয়ে ফাহাদ হোসেন ৪ ওভারে এক মেডেনে ১১ রানে চারটি, ইরফান, আহমদ শরীফ ও জয় দু’টি করে উইকেট লাভ করেন।
৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা চট্টগ্রামকে খুব একটা পরীক্ষায় ফেলতে পারেননি ঢাকার বোলাররা। তাদের নিষ্প্রাণ বোলিংয়ে বন্দরনগরীর দুই ওপেনারই ম্যাচ শেষ করে দেন। তামিম ইকবাল ২৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ছোট্ট ইনিংসেও ছিলো চারটি চারের মার। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় ৪৪ রানে অপরাজিত ছিলেন। পাঁচ চার ও দুই ছক্কায় ৩৭ বলের ইনিংসটি সাজান তিনি।
এদিকে সকালের অন্যম্যাচে ঢাকা মেট্রো ৬ রানে হারিয়েছে খুলনাকে। সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে আগে ব্যাট করা নির্ধারিত ১৮ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলেছিলো। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন ইরফানুজ্জামান। ২৮ বলের ইনিংস সাজিয়েছেন সাত চার ও দুই ছক্কায়। তিন চারে ২১ বলে ২৫ রান করেছেন অধিনায়ক নাঈম শেখ। ১৮ বরে ২৬ রান করেছেন শুভ। এক চার ও দুই ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।
খুলনার হয়ে মেহদী রানা ৩টি, মৃত্যুঞ্জয় চৌধুরী ও আল আমিন হোসেন ২টি করে উইকেট লাভ করেন।
১৪৭ রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনা নির্ধারিত ওভারে আট উইকেটে ১৪০ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৯ রান করেন আজিজুল হক তামিম। ১৭ বলের ইনিংস সাজিয়েছেন এক চার ও দুই ছ্ক্কায়। ১৭ রান করেছেন জিয়াউর রহমান। ১৬ রান করেছেন নাহিদুল। ১৩ রান করেছেন এনামুল হক বিজয়।
ঢাকা মেট্রোর হয়ে আলিস আল ইসলাম তিনটি ও রাকিবুল হাসান দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/.নিপ্র/০০