নিজস্ব প্রতিবেদকঃ চার-ছক্কার ধুন্ধুমার দেখলো সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। লাক্কাতুরার ২২ গজের শেষ ম্যাচে রানের পাহাড় গড়েছে খুলনা টাইগার্স। আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে রূপসা পাড়ের দলের সংগ্রহ ২১০ রান। জিততে হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে করতে হবে এখন ২১১ রান।
একেবারে কাছে গিয়েও সেঞ্চুরি মিস করেছেন খুলনার দুই তারকা ব্যাটার তামিম ইকবাল ও শাই হোপ। টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় খুলনা। তবে এরপরই ১৮৪ রানের দুর্দান্ত এক জুটি গড়েন তামিম ও হোপ।
দুজনের সেই জুটিতেই বিশাল রানের পুঁজি পায় খুলনা। ইনিংসের একেবারে শেষ ওভারে তামিমের বিদায়ে ভাঙে জুটি। তবে এর আগে ৬১ বলে ১১ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ৯৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম। ড্যাশিং এই ওপেনার বিদায় নিলেও, হোপ অপরাজিত থাকেন।
তবে এই ক্যারিবিয়ানও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। ৫৫ বলে ৫ বাউন্ডারি ও ৭ ছক্কার মারে খেলেন ৯১ রানের ইনিংস। শেষ ওভারে ব্যাটিংয়ে নেমে ৪ বলে ১টি করে চার ও ছয়ের মারে ১২ রানের ক্যামিও খেলেন আজম খান।
কুমিল্লার হয়ে সবাই এদিন খরুচে ছিলেন। তবে ১টি করে উইকেট লাভ করেন নাসিম শাহ ও মোসাদ্দেক হোসেন সৈকত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post