স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন লিটন দাস। পেছনে ফেলেছেন তামিম ইকবালকে। লিটনের উপর কেবল এখন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। নেপিয়ারে প্রথমবার কিউইদের তাদের ঘরের মাঠে হারিয়ে ইতিহাস গড়েছে টাইগাররা। সেই জয়ে দারুণ অবদান লিটনের। খেলেছেন ৪২ রানের অপরাজিত ইনিংস। ধুঁকতে থাকা দলের হয়ে এক প্রান্ত আগলে রেখে একেবারে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। লিটনের ইনিংসটি ৩৬ বলে ২ চার ও ১ ছক্কায় সাজানো ছিল।
এমন ইনিংসেই তামিমকে টপকে সেরা তিনে উঠেছেন লিটন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার রান এখন ১৭১২। এই ম্যাচের আগে যা ছিল ১৬৭০। ২০১৫ সালে এই ফরম্যাটে অভিষেকের পর থেকে সব মিলিয়ে ৭৪ ম্যাচ খেলে ৭৩ ইনিংসে ব্যাট করে এই রান করেছেন লিটন। স্ট্রাইক রেট ১৩০.৪৮ আর গড় ২৪.১১। নামের পাশে আছে ১০ ফিফটি, সর্বোচ্চ স্কোর ৮৩।
সমান ৭৪ ম্যাচ খেলে ৭৪ ইনিংসে ১৭০১ রান নিয়ে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় চারে নেমে গেছেন তামিম। ইতিমধ্যেই টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায়, এই ফরম্যাটে জাতীয় দলে তার আর খেলার সম্ভাবনা নেই। তাই লিটনকে ছাড়িয়েও যেতে পারবেন না।
এদিকে সবার উপরে থাকা সাকিব আল হাসান ১১৭ ম্যাচ খেলে ১১৬ ইনিংসে করেছেন ২৩৮২ রান। তালিকার দুই নম্বরে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ ১২১ ম্যাচ খেলে ১১৩ ইনিংসে ব্যাট করতে নেমে ২১২২ রান করেছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post