স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের দল শ্রীলঙ্কার বিপক্ষে আজ একাদশে তিন পেসারের সঙ্গে রেখেছে তিন স্পিনার। আন্তর্জাতিক অভিষেক হলো তানজিদ হাসান তামিমের। এই সংস্করণে বাংলাদেশের ১৪৩তম ক্রিকেটার তিনি।
ওপেনিংয়ে তামিমের সঙ্গী মোহাম্মদ নাঈম শেখ। লিটন দাস না থাকায় এই জুটি ইনিংসের গোড়াপত্তন করবেন। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। চারে খেলতে পারেন তাওহিদ হৃদয়। এরপর মুশফিকুর রহিম-সাকিব আল হাসান নামবেন ব্যাটিংয়ে। টাইগার একাদশে আছেন দুই মেহেদি। দুজনই অলরাউন্ডার।
মেহেদি হাসান মিরাজ ও শেখ মেহেদি সাকিবের সাথে স্পিনে সঙ্গ দেবেন। পেস বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কা থাকলেও তাঁকে নিয়ে একাদশ সাজানো হয়েছে। খবর পাওয়া যায় ম্যাচের আগের দিন অনুশীলনে চোট পান তিনি। তবে শ্রীলঙ্কা ম্যাচে এই বাঁহাতি পেসারকে নিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ।
এদিকে প্রথম পছন্দের চার বোলার না থাকায় শ্রীলঙ্কার বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ। তাতে নেতৃত্ব দেবেন পেসার কাসুন রাজিতা ও স্পিনার মাহেশ থিকসেনা। বোলিং অনভিজ্ঞ হলেও লঙ্কান সেরা ব্যাটারদের সবাই আছেন একাদশে। তবে শ্রীলঙ্কা মিস করবে ওয়ানিন্দু হাসারাঙ্গার ফর্ম। সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়কে চোটের কারণে পাচ্ছে না স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশঃ
পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহেশ থিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।
Discussion about this post