নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের মৌসুমে ধারাবাহিকভাবে রান করে চলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার পাঁচ ম্যাচের মধ্যে খেলেছেন চারটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস। বুধবার আগে ব্যাট করতে নেমে পারটেক্স স্পোর্টিং ক্লাবের দুইশ পার করান দুই অভিজ্ঞ ক্রিকেটার মিজানুর রহমান ও তানবীর হায়দার।
দলের সর্বোচ্চ ৪৭ রান করেন মিজানুর। ৪৪ বলে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন পারটেক্স অধিনায়ক। তানবীরের ব্যাট থেকে আসে ৪০ রান। সহজ লক্ষ্যে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন তামিম। দুর্দান্ত ফর্মে থাকা পারভেজ হোসেন এ দিন ফিরে যান ১৮ রানেই। বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ সাব্বির রহমান ও নাঈম ইসলামও। চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন তামিম ও মিঠুন।
মিঠুন ৪ চার ও ২ ছক্কায় ৬৬ বলে ৫১ রান করে আউট হন। ৭৪ রান করেন তামিম ১০০ বল খেলে। তাতে এবারের আসরে দ্বিতীয়বারের মতো তিনি জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। এদিকে দিনের আরেক ম্যাচে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ৯ উইকেটের অনায়াস জয়ে আবাহনী, শেখ জামাল, প্রাইম ব্যাংক, মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের পরে ৬ নম্বর জায়গাটি দখলে নিয়েছে তারা।
বাঁহাতি পেসার রুয়েল মিয়া ৬ ওভারের স্পেলে মাত্র ১৯ রানে ৫ উইকেট দখল করলে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে গাজী টায়ার্স। সে বিপর্যয় আর কাটেনি। মাত্র ৮৪ রানে শেষ হয় তাদের ইনিংস। লিগের তৃতীয় রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৩২ রানে ৫ উইকেট নিয়েছিলেন রুয়েল। সেটি ছাপিয়ে তিনি এবার ৬ ওভারে ১৮ রান খরচায় ধরেন ৫ শিকার। ১৭ ম্যাচের লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ২৩ বছর বয়সী পেসারের দ্বিতীয় ৫ উইকেট এটি। চলতি লিগের ৮ ম্যাচে এখন পর্যন্ত রুয়েলের শিকার ১৮ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post