নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে আজ প্রথমবার খেলতে নামেন সাকিব আল হাসান। সবশেষ গত বিপিএলের পর থেকে ক্রিকেট থেকে দূরে ছিলেন বিশ্ব সেরা অলরাউন্ডার। তবে বুধবার ঢাকা লিগ দিয়ে ফেরেন তিনি। যদিও প্রত্যাবর্তনটা সুখের হয় নি সাকিবের। শেখ জামালের জার্সিতে চলতি লিগে নিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে রান পান নি তিনি।
অন্যদিকে প্রাইম ব্যাংকের জার্সিতে আজ ফিফটির দেখা পেয়েছেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার নিজের জন্মদিনে জ্বলে উঠলেন, জন্মদিন রাঙালেন ফিফটিতে। আজ তামিমের ৩৬তম জন্মদিন। এদিকে তার দুর্দান্ত ফিফটিতে রূপগঞ্জ টাইগার্সকে ৮ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৩১ ওভার ১ বলে ১৩২ রানে অলআউট হয় রূপগঞ্জ। জবাবে খেলতে নেমে ২৯ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় প্রাইম ব্যাংক। দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তামিম ইকবাল দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৭৮ বলে ৬৭ রান করে তামিম ফিরলে ভাঙে ১১৮ রানে উদ্বোধনী জুটি। তামিম ফেরার পর আরেক ওপেনার ইমনও আর বেশিক্ষণ টিকতে পারেননি। ইনফর্ম এই ব্যাটার ৭৫ বলে করেছেন ৫০ রান। দুই ওপেনার ফেরার পর বাকি কাজটা সহজেই সেরেছেন নাইম ইসলাম ও বিশাল চৌধুরী। রূপগঞ্জ টাইগার্সের হয়ে একটি করে উইকেট পেয়েছেন জনি ও মামুন।
এদিকে দিনের আরেক ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থ হলেও ৩ উইকেট নিয়েছেন সাকিব। তাঁর ফেরার দিন সিটি ক্লাবকে ৪০ রানে হারায় শেখ জামাল। বিকেএসপির ৪ নম্বর মাঠে নির্ধারিত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে শেখ জামাল। জবাবে ৯ উইকেটে ১৭৮ রানে থামে সিটি ক্লাবের ইনিংস। ফেরার ম্যাচে ব্যাট হাতে ১৪ বলে ১৯ রান করেন সাকিব। পরে বোলিংয়ে ৭ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। সাকিব ছাড়াও শেখ জামালের পক্ষে ৩ উইকেট নেন তরুণ পেসার রিপন মণ্ডল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post