নিজস্ব প্রতিবেদকঃ ওয়ানডে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পর নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন এই বাঁহাতি তারকা।
মূলত নিজের ফিটনেস ইস্যুতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তামিম। কখন, কোন ম্যাচ খেলতে পারবেন, সেটি নিয়ে নিশ্চয়তা থাকছে না। যেটি দলে প্রভাব পড়তে পারে। আর তাই নিজে থেকে সরে দাঁড়িয়েছেন এই ড্যাশিং ওপেনার। তবে খেলা চালিয়ে যাবেন।
এদিকে লম্বা সময় ধরেই পিঠের চোটে ভুগছেন তামিম। এর আগে কয়েকবার এমআরআই করানো হলেও এবারই প্রথম নাজমুল হাসান পাপনকে রিপোর্ট পাঠান বাঁহাতি এই ওপেনার। তামিমের রিপোর্ট দেখার পর মেজাজ গরম হয়েছে বিসিবি সভাপতির।
পাপন বলেন, ‘তামিম কিন্তু ঢাকায় এমআরআই বা স্ক্যান যা যা করার করেছে। ভারতে, ব্যাংককে, লন্ডনেও করেছে। এবার প্রথম দুবাই থেকে রিপোর্ট পাঠানোর পর, সেখানে প্রথম দেখি সমস্যা আছে। আমার তো মেজাজই গরম হয়ে গেল রিপোর্ট দেখার পর। এই ব্যাপারটা আমাদের আরও ইনভেসটিগেট করে বের করা দরকার। এটা যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে তাতে একটা ব্যাপার আছে। এটা হওয়ার কথা না।’
পাপন আরও বলেন, ‘এটা যদি ২০২২ এ হয়ে থাকে তাহলে এতদিনে ভালো হয়ে যাওয়ার কথা। তো নিশ্চয়ই এটা নিয়ে অবহেলা করা হয়েছে, এজন্যই আমাদের এরকম কথা এখন শুনতে হচ্ছে। আগে থেকে চিকিৎসা করা হলে এতদিনে ভালো হয়ে যেত।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post