নিজস্ব প্রতিবেদক:: তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে জাতীয় লিগের টি-২০ ফরম্যাটের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। ব্যাট হাতে সিলেটের তুষারের বিধ্বংসী ইনিংসও বৃথা গেছে। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচ হেরে গেলো সিলেট। লড়াই করে হেরেছে চট্টগ্রামের বিপক্ষে।
সিলেট আউটার স্টেডিয়ামে আগে ব্যাট করা চট্টগ্রাম তামিম ইকবালের হাফ সেঞ্চুরিতে ১৪৫ রান তুলে। জবাবে ব্যাট করতে নামা সিলেট তুষারের একার লড়াইয়ে জিততে পারেনি। ১৩৩ রানে অলআউট হয়েছে দলটি। চট্টগ্রাম জিতেছে ১২ রানে।
কিছুটা বিলম্বে শুরু হওয়া ম্যাচটির দৈর্ঘ্য নির্ধারণ হয় ১৫ ওভারে। আগে ব্যাট করতে নামা চট্টগ্রাম দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুর হাসান জয়ের ব্যাটে উড়ন্ত শুরু পায়। দু’জনে মিলে উদ্বোধনী জুটিতে তুলে নেন ৮০ রান। তিন চার ও দুই ছক্কায় ১৭ বলে ২৯ রানে জয় ফিরে গেলে ভাঙে সেই জুটি।
এক প্রান্ত আগলে রেখে তামিম ইকবাল দারুণ ব্যাট করতে থাকেন। ৩৩ বলে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। আট চার ও তিন ছক্কা ছিলো এই ড্যাশিং ওপেনারের ব্যাটে। সাব্বির করেছেন ১৫ রানে। বন্দরনগরীর দলটির হয়ে এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ। নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট ১৪৫ রান তুলে চট্টগ্রাম।
সিলেটের হয়ে খালেদ ৪টি, তুফায়েল ২টি করে উইকেট লাভ করেন।
১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা সিলেটকে একাই টানছিলেন ওপেনার তৌফিক খান তুষার। দুইশোর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন তিনি। ৩৬ বলে ৭৬ রানের এক ‘বিস্ফোরক’ ইনিংস খেলে তোফায়েল সাজঘরে ফিরলে সিলেটের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। সাতটি চার ও ছয়টি বিশাল ছক্কায় সাজানো ছিলো তার ইনিংসটি।
শেষ দিকে তরুণ তোফায়েল ব্যাট হাতে লড়াইয়ের চেষ্টা করেন। তবে তা খুব একটা কাজে আসেনি। তিনিও ফিরেন দ্রুত।১১ বলে করেন ১৪ রান। ১৩ রান আসে ওয়াসিফ আকবরের ব্যাট থেকে। সিলেট ১৪.২ ওভারে অলআউট হয়ে যায় ১৩৩ রানে।
চট্টগ্রামের হয়ে হাসান মুরাদ ও নাঈম হাসান ৩টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০