স্পোর্টস ডেস্ক:: বিপিএলের ফাইনাল খেলতে ইংল্যান্ডের জেমস ভিন্স, অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলদের সকালে উড়িয়ে এনেছিলো রংপুর রাইডার্স। খুলনাকে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকতে চেয়ে ছিলো। তবে হয়নি। আকিফ জাভেদ, টিম ভেডিডদের বিদায় করে কােয়ালিফায়ার নিশ্চিত করেছেন মিরাজের খুলনা।
বিদেশী তারকায় ঠাসা রংপুরের চেয়েও কম যায়নি খুলনা। এলিমেনেটর ম্যাচের জন্য সকালে ওয়েস্ট ইন্ডিয়ান জেসন হোল্ডার ও শিমরন হেটমেয়ারকে উড়িয়ে আনে খুলনা। তারকায় ঠাসা দুই দলের ম্যাচটি উত্তাপ ছড়ায়নি। খুলনা টাইগার্স রংপুরকে গুঁড়িয়ে দিয়েছে। ৯ উইকেটের রাইডার্সদের বিদায় নিশ্চিত হয়েছে।
আগ ব্যাট করতে নামা রংপুর রাইডার্স মাত্র ৮৫ রানেই গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স মাত্র এক উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। যে জয়ে ফাইনালে দৌড়ে টিকে যায় দলটি।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে যেনো ভুলই করে ফেলেন রংপুরের অধিনায়ক সোহান। ব্যাটিং ব্যর্থতায় তার দল গুটিয়ে যায় ১৬.৫ ওভারে মাত্র ৮৫ রানেই। নাসুম-মিরাজদের স্পিন ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে দুর্দান্ত ভাবে বিপিএল শুরু করা রাইডার্সরা। কোনো ব্যাটারই উইকেটে দাঁড়াতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন পাকিস্তানের আকিফ জাভেদ। ১৮ বলের ইনিংসে চারটি চার ও দু’টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। ২৫ বলে ২৩ রান করেছেন অধিনায়ক সোহান। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
খুলনার হয়ে মিরাজ ও নাসুম তিনটি করে উইকেট লাভ করেন।
৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নামা খুলনাকে জয়ের জন্য কষ্ট করতে হয়নি। ইনিংসের তৃতীয় বলে দলীয় ২ রানে ব্যক্তিগত শুন্য রানে অধিনায়ক মিরাজ বিদায় হয়েছিলেন। তবে দ্বিতীয় উইকেটে জয় নিশ্চিত করেন মোহাম্মদ নাঈম ও অ্যালেক্স রস। চারটি চার ও তিনটি ছক্কায় ৩৩ বলে ৪৮ রানে নাঈম ও ২৭ বলে ২৯ রানে অ্যালেক্স রস অপরাজিত থাকেন।
রংপুরের হয়ে আকিফ জাভেদ একটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটােয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০