নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে সিলেট স্ট্রাইকার্স। যেখানে তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। যদিও বরিশাল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। যেখানে টস জিতে ব্যাট করতে নেমেছে বরিশাল।
এই ম্যাচে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙেনি সিলেট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলা প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে দলটি। তবে নেতৃত্বে এনেছে পরিবর্তন। দলের অধিনায়ক মুশফিকুর রহিম। এর আগে মাশরাফী বিন মোর্ত্তাজা ছিলেন অধিনায়ক।
এদিনে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা বরিশালের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। চমকই দিয়েছে দলটি। কেননা দলে আছেন সাকিব আল হাসান। দলটির একাদশে খেলা চার বিদেশি ক্রিকেটার হলেন, চতুরঙ্গা ডি সিলভা, ইফতেখার আহমেদ, করিম জানাত ও হায়দার আলি। এছাড়া দেশীয়দের মধ্যে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, এবাদত হোসেন, খালেদ আহমেদের মতো ক্রিকেটাররা।
ফরচুন বরিশাল একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), চতুরঙ্গা ডি সিলভা, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইফতেখার আহমেদ, করিম জানাত, হায়দার আলি, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মুশফিকুর রহিম (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, কলিন অ্যাকারম্যান, জাকির হাসান, তৌহিদ হৃদয়, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মাশরাফী বিন মোর্ত্তাজা, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post