স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানে চলছে তালেবানের শাসন। তবে তাদের শাসনে নারীদের নিয়ে অনেক বাধ্যবাধকতা আছে। এর মধ্যে নারীদের ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছে আফগানিস্তান। আর সেটি শুরু থেকেই মেনে নিতে পারেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
নারী ক্রিকেট নিয়ে বরাবরই সাম্য নীতিতে বিশ্বাসী অস্ট্রেলিয়া। যার ফলে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে টেস্ট খেলেনি অজিরা। এবার ওয়ানডে সিরিজও খেলছে না দেশটি। আফগানিস্তানের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ না খেলার ঘোষণা দিয়েছে সিএ।
আগামী মার্চে সিরিজটি খেলার কথা ছিল আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার। আফগানদের নতুন ঘরের মাঠ সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি হওয়ার কথা ছিল। তবে রশিদ খানদের সাথে সিরিজ খেলতে আমিরাত সফরে যাবে না কামিন্স-ওয়ার্নাররা।
এই সিরিজটি চলমান ওয়ানডে সুপার লিগের অংশ। যার ফলে না খেলেই এই সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট পেতে যাচ্ছে আফগানিস্তান। যা কিনা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলার পথ সুগম করে দিবে দলটিকে। না খেলেই মূল্যবান ৩০ পয়েন্ট বাড়তি পাওনা দলটির জন্য। অবশ্য অস্ট্রেলিয়ার দুঃশ্চিন্তার কারণ নেই। কেননা দলটি ইতিমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে।
সিএ এক বিবৃতিতে জানায়, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া পুরুষ ও নারী ক্রিকেটারদের প্রসারে সহায়তা করতে বদ্ধপরিকর। আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা চালিয়ে যাব, দেশটিতে নারীদের অবস্থার উন্নয়নের। এই বিষয়ে অস্ট্রেলিয়া সরকারের সাহায্যের জন্য তাদেরকে ধন্যবাদ।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post