নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই জানিয়েছে আজ সোমবার বিশ্বকাপের দল ঘোষণা করা হবে। সেই দল ঘোষণার সময় বাড়ছেই। সকাল পেরিয়ে দুপুর, বিসিবি একখনো দল ঘোষনা করেনি।
দল ঘোষণায় আরো বিলম্ব হতে পারে। তাসকিনের রিপোর্টের জন্যই অপেক্ষা। টাইগার দলের পেস আক্রমণের নেতা তাসকিন আহমদ চেটে পড়েছেন। তার এমআরআই করানো হয়েছে। সেই রিপোর্ট পেলেই নির্বাচকেরা দল ঘোষণা করবেন।
মূলত তাসকিন পেতেই দল ঘোষণায় অপেক্ষা করছেন নির্বাচকেরা। বাদ বাকী সবকিছুই মোটামুটি প্রস্তুুতি। ক্রিকেট বোর্ড চাচ্ছে প্রধান পেসারের নাম নিয়েই দল ঘোষণা করতে। তার চোটের অবস্থা পর্যবেক্ষন এবং সিদ্ধান্ত নিতেই অপেক্ষা করা হচ্ছে রিপোর্টের।
সংবাদ সম্মেলন করে দল ঘোষণা হবে নাকি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দল দেওয়া হবে সেটা অবশ্য খোলাসা করেনি বোর্ড। বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে রীতিমতো চলছে লুকোচুরি। ১৫ মে অফিসিয়াল ফটোসেশন হবে বিশ্বকাপ দলের। এরপরই দল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা।
তাসকিনের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা তাসকিনের রিপোর্টের জন্য মূলত অপেক্ষা করছি। পেলেই জানাবো। তার রিপোর্ট এই বেলাও হাতে পেয়ে যেতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post