স্পোর্টস ডেস্ক:: প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার নাহিদ রানা। তবে এই প্রথম নয়, জাতীয় দলের আবহ তিনি আগেই পেয়েছেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে তিন মাসে আগেই জাতীয় দলে ডেকে নিয়ে ছিলেন রানাকে।
ঘরোয়া ক্রিকেটের গতির ঝড় তুলে কোচের নজরে আসেন রানা। বিশ্বকাপের পর সিলেটে নিউজিল্যান্ডের টেস্ট চলাকালে রানাকে ডেকে নেন কোচ হাথুরুসিংহে। উদ্দেশ্যে ছিলো, জাতীয় দলের পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেওয়া। যাতে ভবিষ্যতে জাতীয় দলে ডাক পেলে দ্রুত পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেন।
শ্রীঙ্কার বিপক্ষে সিলেট টেস্টের দলে আছেন রানা। মাস তিনেক আগে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চলাকালে রানাকে ডেকে নিয়ে হাথুরুসিংহে বার্তা দেন, ‘জাতীয় দলের পরিবেশ কেমন এটা বোঝার জন্য তোমাকে ডাকা হয়েছে। যখনই ডাক পাও যেন পূর্ব প্রস্তুতি থাকে। এটা পূর্ব প্রস্তুতির অংশ।’
বিপিএলে দেড়শো কিলোমিটার গতিতে বল করা রানার লক্ষ্য এবার ভালো কিছু করা। তিনি বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা শতভাগ পূরণ করতে চাই। দলের জন্য অবদান রাখতে চাই’-বলছিলেন এই পেসার। নেটে রানার বোলিং দেখে হাথুরুসিংহের মন্তব্য কি ছিল? স্বল্পভাষী এই পেসার বলেন, ‘বোলিং ভালো বলেছেন। বাড়তি কিছু না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post