স্পোর্টস ডেস্ক:: সুপার কাপের ফাইনাল খেলার জন্য দুই দল মাঠেও নেমেছিলো। দর্শকরাও আসছিলেন। কিন্তুুু এরপরই ম্যাচ না খেলেই বেরিয়ে যান ফুটবলাররা। তুরস্কারের সুপার কাপের ম্যাচ স্থগিত করা হয়েছে। সৌদী আরব ম্যাচ শুরুর আগে তুরস্কের জাতীয় সংগীত বাজাতে দেয়নি। ফুটবলারদের অনুশীলনে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতেও দেয়নি।
সুপার কাপের দুই দল গ্যালাতাসারাই ও ফেনেরবাচর ম্যাচ না খেলেই মাঠ থেকে বেরিয়ে যায়। তুরস্কের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ স্তরের দুই লিগ তুর্কি সুপার লিগ ও তুর্কি কাপের চ্যাম্পিয়ন দুই দলকে নিয়ে প্রতি বছর এক ম্যাচের সুপার কাপ অনুষ্টিত হয়। তুরস্ক নিজেদের দেশ ছাড়াও বাইরের দেশেও আয়োজন করে থাকে এক ম্যাচের সুপার কাপের ফাইনাল।
এর আগে তিনবার জার্মানিতে ও একবার কাতারে আয়োজন হয়েছে সুপার কাপের ম্যাচ। এবার সৌদী আরবে ম্যাচটি আয়োজনের উদ্যোগ নেয় দু্ই দেশ। তবে শেষ পর্যন্ত আর ম্যাচটি মাঠে গড়ায়নি।
তুরস্ক জানিয়েছে, সৌদী কর্তৃপক্ষ তুরস্কের জাতীয় সংগীত গাইতে না দেওয়ায় এবং গা গরমের সময় কামাল আতাতুর্কের স্লোগানসংবলিত টি-শার্ট পরতে দেয়নি। ফলে দুই ক্লাব ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয়।
এছাড়াও সমর্থকেরা তুরস্কের পতাকা নিয়ে মাঠে ঢুকতে চেয়ে ছিলেন। তাদেরও গেইটে আটকে দেয় সৌদী কর্তৃপক্ষ। গত রাত পৌনে ১২টায় সৌদীর রাজধানী রিয়াদের আল-আউয়াল পার্ক স্টেডিয়ামে তুর্কি সুপার কাপ হওয়ার কথা ছিল।
তবে সৌদী আরব দাবি করেছে, দুই দল নিয়ম মানেনি। যার কারণে এমন ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে জানানো হয়েছে, দল দুটি নিয়মকানুন না মানার কারণে খেলা বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে আয়োজক কমিটি জানিয়েছে, ‘আমরা আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী যথাসময়ে ম্যাচ আয়োজনের অপেক্ষায় ছিলাম। নিয়মে স্পষ্টভাবে উল্লেখ আছে, মাঠে কোনো স্লোগান ব্যবহার করা যাবে না। ম্যাচ আয়োজনের প্রস্তুতিমূলক বৈঠকেও তুর্কি ফুটবল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে আলোচনা করা হয়েছে।’
মূলত পাঁচ বছর আগের একটি হত্যাকাণ্ডে দুই দেশের সম্পর্কে ফাটল ধরে। ২০১৮ সালে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের সৌদী কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। বিশ্বজুড়ে আলোচিত সেই হত্যাকাণ্ডের দায় দেওয়া হয় সৌদি যুবরাজ ও দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post