স্পোর্টস ডেস্কঃ প্রথম রাউন্ডে তৃতীয় স্তরের ক্লাব প্রিসেন মুয়েস্টারের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল বায়ার্ন মিউনিখ। তবে বাভারিয়ানদের যাত্রা এই দ্বিতীয় রাউন্ডেই থামল। গত রাতে তৃতীয় স্তরের আরেক ক্লাব সারব্রুকেনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তারকাখচিত বায়ার্ন। তাতে জার্মান কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত হয়েছে তাদের।
বায়ার্নের জার্মান কাপ থেকে বিদায়ের পর অনেকে মনে করছেন, প্রতিপক্ষকে যথেষ্ট সম্মান না দেওয়ার কারণেই হারতে হয়েছে তাদের। তবে কোচ টমাস টুখেল অবশ্য একেবারেই তা মানতে নারাজ। অভিজ্ঞ এই কোচ বললেন, প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নেননি তারা। টুখেল বলেন, ‘আমরা প্রতিপক্ষকে সম্মান দিয়েই খেলেছি। আমরা তাদের মোটেও হালকাভাবে নেই নি।’
সারব্রুকেনের মাঠে ১৬তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। গোল করেন থমাস মুলার। তবে শুরুতে পাওয়া এই গোলও টমাস টুখেলের দলকে জেতাতে পারে নি। ম্যানুয়েল নয়ার, মাথাইস ডি লিট, লেরয় সানে, জশুয়া কিমিচদের নিয়ে গড়া বায়ার্নের লাইনআপ জিততে পারে নি শেষের রোমাঞ্চে। ম্যাচের নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে জয়সূচক গোল পায় সারব্রুকেন। উল্লাসে ফেটে পড়ে স্বাগতিকদের গ্যালারি। বিদায় নিশ্চিত হয়ে যায় প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নদের।
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে সারব্রুকেনকে সমতায় ফেরান প্যাট্রিক সয়েন্থিমার। জার্মান এই ফরোয়ার্ড স্বাগতিকদের লড়াইয়ে রাখেন। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোল করে নায়ক দলটির ডিফেন্ডার মার্সেল গাউস। সতীর্থের পাস থেকে বাঁ-পায়ের শটে নয়ারকে পরাস্ত করেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে দশ মাস পর বায়ার্নের জার্সিতে ফিরেছিলেন বায়ার্নের গোলরক্ষক নয়ার। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থেকে ফিরে বুন্দেসলিগায় জয়ের দেখা পেলেও এবার জার্মান কাপ থেকে দলের ছিটকে যাওয়া দেখলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post