স্পোর্টস ডেস্কঃ রাত পোহালেই পবিত্র ঈদ-উল-আজহা। দেশজুড়ে আগামী ২৯ জুন, বৃহস্পতিবার পালিত হবে কোরবানীর ঈদ। আর তাই এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাড়া নীরব। ক্রিকেটারদেরও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ক্যাম্প বন্ধ রয়েছে এখন।
জাতীয় দলের ব্যস্ততা নেই, এছাড়া হাতের ইনজুরির সব মিলিয়ে পরিবারকেই সময় দিচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে পরিবারকে নিয়ে কানাডা হয়ে বাংলাদেশে এসেছেন। দেশেই ঈদ পালন করবেন, সেটি বলার অপেক্ষা রাখে না।
ঈদ নিয়ে নিজেদের ভক্ত-সমর্থকসহ সকলে বার্তা দিয়েছেন সাকিব। এই সুপারস্টার সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে ত্যাগের প্রকৃত সারমর্মকে মেনে চলতে বলেছেন। দিয়েছেন নিঃস্বার্থ থাকার ও সহানুভূতি হওয়ার বার্তা।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘এই পবিত্র দিন আমাদের ত্যাগের প্রকৃত সারমর্মকে স্মরণ করিয়ে দিক এবং আমাদের সমস্ত প্রচেষ্টায় নিঃস্বার্থতা এবং সহানুভূতি মূর্ত করার জন্য আমাদের অনুপ্রাণিত করুক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক!’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post