স্পোর্টস ডেস্ক:: সিঙ্গাপুরে চলছে জুনিয়র এএইচএফ হকি টুর্নামেন্টের খেলা। বিশ্বের বিভিন্ন দেশের ছেলে এবং মেয়েদের জুনিয়র হকি দলগুলো অংশ নিয়েছে টুর্নামেন্টটিতে। শনিবার মেয়েদের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা রোমাঞ্চকর এক জয় পেয়েছে। জোড়া গোল করেছেন অর্পিতা। তাতেই বাংলাদেশের মেয়েরা জিতেছে ৫-৪ গোলের ব্যবধানে। আগের দিন শুক্রবার হয়েছে ছেলেদের প্রতিযোগিতা।
বাংলাদেশের অর্পিতার জোড়া গোল ছাড়াও একটি করে গোল করেছেন নাদিরা এমা, কনা আক্তার ও ফাতেমা তুজ জোহরা। ম্যাচের শুরুতে এমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর একে একে গোল করেন অর্পিতা, ফাতেমা ও কনা।
এক হালি গোল হজম করা থাইল্যান্ড ঘুরে দাঁড়ায়। একটা সময় ৪-৪ গোলের সমতা এনে ফেলে দলটি। শেষ মূহুর্তে জয় সূচক গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন কনা আক্তার। রোববার দ্বিতীয় ম্যাচে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ দলের এই টুর্নামেন্টে শীর্ষ চারের মধ্যে থাকলে বাংলাদেশের রয়েছে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post