স্পোর্টস ডেস্কঃ অধিনায়ক টেম্বা বাভুমাকে বাদ রেখেই ভারতের বিপক্ষে ঘরের মাঠের দুই সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বাভুমার বদলে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। বিশ্বকাপেও চোটের কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি বাভুমা। সেই ম্যাচগুলোতে নেতৃত্ব দিয়েছিলেন মার্করাম।
চলতি ডিসেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। টি–টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর শুরু হওয়া ওয়ানডে সিরিজ শেষ হবে ২১ ডিসেম্বর। টেস্ট শুরু হবে ২৬ তারিখ থেকে।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা ও লিজাড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকা টি–টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওতনেইল বার্টম্যান, ম্যাথিউ ব্রিজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), আইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ), আন্দিলে ফিকোয়াও, তাব্রেইজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।
দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, ডিন এলগার, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post