স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়াকে দেশটির প্রধান কোচের দায়িত্ব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৯৯৬ বিশ্বকাপ জয়ী তারকা শ্রীলঙ্কা দলের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর সিলভারউড দায়িত্ব ছেড়ে দিলে এসএলসি জয়াসুরিয়াকে তাৎক্ষণিক কোচের দায়িত্ব প্রদান করা।
দায়িত্ব নিয়ে সনাৎ জয়াসুরিয়া দলকে সংগঠিত করেন। দুর্দান্ত পারফরম্যান্স করতে থাকে শ্রীলঙ্কা। এরপরই মন গলে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসির কর্তাদের। দল ভালো করায় অস্থায়ী কোচ সনাৎ জয়াসুরিয়াকে স্থায়ী ভাবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
এসএলসি আজ সোমবার জয়সুরিয়ার স্থায়ী করার বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট সনাৎ জয়সুরিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দিচ্ছে। ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দলের ভালো পারফরম্যান্সকে বিবেচনায় নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাহী কমিটি।’
জয়াসুরিয়ার অধীনে দুর্দান্ত পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা দল। তার অধীনে এখন পর্যন্ত ৩টি সিরিজ খেলেছে শ্রীলঙ্কা। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে দলটি। যা ২৭ বছর পর প্রথম ভারতীয়দের বিপক্ষে ওডিআই সিরিজ জয়।
ভারতকের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার পরপরই সাদা পোশাকে ইংল্যান্ডকেও সিরিজে হারায় দলটি। তিন ম্যাচের টেস্ট সিরিজ নিজেদের করে নেয় লঙ্কানরা। সিরিজের ফাইনালে ম্যাচে দ্য ওভালে ৮ উইকেটে জয় পায় লঙ্কানরা। এটি ছিল ১০ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়।
ভারত নিউজিল্যান্ডের পর শ্রীলঙ্কার টার্গেটে পরিণত হয় নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারায় শ্রীলঙ্কা। কিউইদের বিপক্ষে এটা ছিল ১৫ বছর পর শ্রীলঙ্কার প্রথম টেস্ট সিরিজ জয়। এরপরই এলো জয়াসুরিয়ার স্থায়ী নিয়োগের ঘোষণা।
ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ দিয়ে শ্রীলঙ্কার স্থায়ী হেড কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন জয়সুরিয়া। তার প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ ও ওয়ানডে সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০