স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কাকে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ভারত। হায়দ্রাবাদে প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।
লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। চোটের জন্য দলে নেই শ্রেয়াস আইয়ার। তিন তারকার বদলে ভারত মাঠে নামায় হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর ও ইশান কিষাণকে।
সবশেষ বাংলাদেশ সিরিজে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ইশান। তবে পরের সিরিজেই বাদ পড়েন এই বাঁহাতি। এবার রাহুল না থাকায় আবার সুযোগ পেলেন এই উইকেটকিপার ব্যাটার। এদিকে নিউজিল্যান্ডের দুই সিনিয়র তারকা কেন উইলিয়ামসন ও টিম সাউদি ভারত সফরে আসেননি। তাই ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম।
নিউজিল্যান্ড একাদশঃ ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ডারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।
ভারত একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ইশান কিষাণ (উইকেটকিপার), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ।
Discussion about this post