স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগায় শীর্ষস্থান আরও শক্ত করল বার্সেলোনা। পয়েন্ট তালিকায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৮ পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালানরা। মূলত রোববার রিয়াল মাদ্রিদের হারের দিনে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে এগিয়ে যায় জাভি হার্নান্দেজের দল।
রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকটা এগিয়ে গেলেও এখনই নিশ্চিন্ত মনে তৃপ্তির ঢেকুর তুলতে নারাজ বার্সেলোনা কোচ। সেভিয়ার বিপক্ষে ম্যাচ শেষে জাভি বলেন, ‘এখনই কোনো কিছু নিশ্চিত নয়। মোটেও নয়। আমরা অবশ্যই সুবিধাজনক অবস্থানে আছে। শীর্ষে থাকতে পারা এবং এতটা এগিয়ে থাকা অবশ্যই দারুণ। তবে এখনও অনেক পথ বাকি আছে।’
শিরোপা পুনরুদ্ধারের পথে বলা যায় অনেকটাই এগিয়ে বার্সেলোনা। সাম্প্রতিক সময়ে দারুণ খেলতে থাকার তৃপ্তিও আছে জাভির। তিনি বলেন, ‘টানা বেশ কিছু ম্যাচ আমরা অপরাজেয় এবং আজকে রাতে ভালো খেলেছি। আমি খুশি ও সন্তুষ্ট। এখন আমরা ৮ পয়েন্টে এগিয়ে। আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। তবে আবারও বলছি, এখনও অনেক অনেক কিছু বাকি আছে।’
Discussion about this post