স্পোর্টস ডেস্ক:: মাঠ এবং মাঠের বাইরেও লড়াই হয়েছে বেশ। তবুও কাজ হলো না। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ছয় উইকেটে হেরেছে ভারত। জাসপ্রিত বুমরাহর দলকে হারিয়ে দশ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। সেই সাথে নিশ্চিত করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারতীয়দের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হলো না।
ভারত স্বাগতিক অস্ট্রেলিয়াকে মাত্র ১৬২ রানের টার্গেট দিয়েছিলো। রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও জয় পেতে খুব একটা কষ্ট করতে হয়নি অজিদের। ছয় উইকেটেই ম্যাচ জিতে গেছে প্যাট কামিন্সের দল। এই জয়ে আগামি জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে দলটি। টানা চারটি বোর্ডার-গাভাস্কার ট্রফি জেতা ভারত এবার থামলো। ৩-১ ব্যবধানে সিরিজ হেরে বিদায় নিয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকেও।
সিডনিতে ভারত নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে গিয়েছিলো। জবাবে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ১৮১ রান তুলে। লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারত মাত্র ১৫৭ রানেই গুটিয়ে যায়। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া অজি ব্যাটসম্যানরা এবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬২ রানের টার্গেট টপকে যায় মাত্র চার উইকেট হারিয়ে। নিশ্চিত করে বোর্ডার-গাভাস্কার ট্রফিও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোডটকম.নিপ্র/.ডেস্ক/০০