স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনকে ৪-২ গোলে হারায় আর্সেনাল। ১৬ ম্যাচ শেষে তারা পয়েন্ট তালিকার শীর্ষে ৪৩ পয়েন্ট নিয়ে। সিটির চেয়ে এগিয়ে তারা এখন ৭ পয়েন্টে। এ দিনই এভারটনের সঙ্গে ১-১ গোলে ড্র করে গত আসরের চ্যাম্পিয়ন সিটি পয়েন্ট ৩৬।
আর্সেনাল শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০০৩-০৪ মৌসুমে। এরপর কয়েক মৌসুমে সম্ভাবনা জাগিয়েও আর শিরোপা জিততে পারেনি। বরং দিন যত গিয়েছে, আর্সেনাল ততটাই ম্লান হয়েছে। ২০২১-২২ মৌসুমে পয়েন্ট তালিকায় আর্সেনালের অবস্থান ছিল ৫ নম্বরে।
এর আগে আর্সেনালের ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে অবস্থা ছিল আরও খারাপ, দুই মৌসুমেই লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে থেকে। তবে এবার মিকেল আর্তেতার অধীনে দারুণ ছন্দে গানাররা। শীর্ষস্থান করেছে মজবুত।
বিদায়ী যেরকম দাপটের সাথে শেষ করেছে, নতুন বছরও সেভাবেই শুরু করতে চান আর্সেনাল কোচ। নিজেদের আরও গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে চান তিনি সামনের দিকে। মিকেল আর্তেতা বলেন, ‘প্রতিটি ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। এখন আমাদের আবার গুছিয়ে নিতে হবে, ম্যাচটি পর্যালোচনা করতে হবে। অনেক কিছু আমরা দারুণ করেছি, অনেক জায়গায় উন্নতি করতে হবে এবং সেসবকে পরের ম্যাচে বয়ে নিতে হবে। এই প্রাণশক্তি, এই মোমেন্টাম ধরে রাখতে হবে।’
আর্সেনালের পরের ম্যাচ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে, বুধবার। লিগে ১৭ ম্যাচ খেলে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল। আসন্ন ম্যাচ প্রসঙ্গে আর্তেতা বলেন, ‘পরের ম্যাচ আমরা খেলব আমাদের দর্শকদের সামনে। বিশেষ একটি ম্যাচ হবে এটি এবং আমরা মুখিয়ে আছি মাঠে নামতে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post