স্পোর্টস ডেস্ক:: দেশের নারী ফুটবলে অচালাবস্থা কেটেছে। সাবিনারা অভিমান ভেঙেছেন। অনুশীলনে ফিরছেন তারা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বৈঠক শেষে অনুশীলনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নারী ফুটবলাররা।
বাংলাদেশ জাতীয় নারী দলের ১৮ ফুটবলার কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে অনুশীলন বয়কট করে আসছিলেন। সাবিনারা জানিয়েছেন, কোচ বাটলারের অধীনে তারা অনুশীলনে যোগ দেবেন না। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল থেকে শুরু করে অনেকেই সমাধানের চেষ্টা করেছিলেন। তবে এতোদিন সমাধান হয়নি। এশিয়ান কাপ বাছাই ও সংযুক্ত আরব আমিরাত সফর সামনে রেখে ১৫ জানুয়ারি দলের ক্যাম্প শুরু হলেও সেখানে যোগ দেননি ফুটবলাররা।
বাফুফে নারী দলের কোচ পিটার বাটলারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিলো না। ফলে সিনিয়র ফুটবলারদের বাদ দিয়েই পিটার বাটলার নারী দলের ক্যাম্প শুরু করেছিলেন। সাবিনাসহ তার সঙ্গী ১৮ জন ফুটবলার গণঅবসরের হুমকি দিয়ে ছিলেন। ফেডারেশন তাদেরকে বাদ দিয়েই নতুন করে ৩৭ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করে।
অবশেষে তাদের বরফ গলেছে। মাহফুজা আক্তার কিরণের সঙ্গে বৈঠকের পর মেয়ে ফুটবলাররা রণে ভঙ্গ দিয়েছেন। তারা অনুশীলনে ফিরছেন। ফেডারেশন জানিয়েছে, মেয়েরা অনুশীলনে ফিরলে তাদের সঙ্গেও চুক্তি করা হবে। জানা গেছে, আপাতত ছুটি যাবে এই ফুটবলাররা। ছুটি শেষে ফিরে চুক্তি করবেন বাফুফের সঙ্গে। এরপর অনুশীলনে ফিরবেন তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০