নিজস্ব প্রতিবেদক:: দু’দিন আগেই দিলেন গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার। ফাটালেন বোমা। তুমুল আলোচন-সমালোচনার মধ্যেই দিক পাল্টালেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সরে এলেন আগের বক্তব্য থেকে। সাকিব-তামিমের গ্রুপিং নিরসনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন দাবি করেছিলেন সাক্ষাৎকারে। তামিমের সাথে বৈঠকের পর দাবি করলেন, তিনি নিজে গ্রুপিংয়ের কিছু পাননি। মিডিয়া থেকেই এসব জেনেছেন তিনি।
সম্প্রতি নাজমুল হাসান পাপন একটি গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ দলের ড্রেসিং রুমের পরিবেশ অস্বাস্থ্যকর। সাকিব-তামিমের দুই গ্রুপ বাংলাদেশ দলে। দু’জনের গ্রুপিংয়ে জর্জরিত বাংলাদেশ দল। দুই অধিনায়ক কেউ কারো সঙ্গে কথাই বলেন না। তিনি দু’জনের সঙ্গে কথা বলে চেষ্টা করেছেন বিরোধ শেষ করের। তবে পারেননি।
এনিয়ে দেশের ক্রিকেটে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। ইংল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলনে এসে তামিমকেও একের পর এক প্রশ্নের সম্মুখিন হতে হয়। কৌশলী জবাব দেন। জানিয়ে দেন, দলের স্বার্থে যখন যা করার প্রয়োজন তার সবটাই করেন তিনি। সাকিবের সঙ্গে মত বিরোধের বিষয়টি তিনি অস্বীকার করেননি। আবার স্বীকারও করেননি।
এরপরই সোমবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টিম হোটেলে বৈঠকে বসেন ক্রিকেটারদের সঙ্গে। সে বৈঠকে অবশ্য উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান। বৈঠকে শেষে নাজমুল হাসান পাপন আগের দিব থেকে সরে আসেন। এবার তিনি বলেন, সাকিব-তামিমের গ্রুপিংয়ের কথা তিনি শুনেছেন মিডিয়া থেকে। নিজে কিছু দেখেননি।
দুই তারকার গ্রুপিং বাইরে থেকে শোনা জানিয়ে নাজমুল হাসান পাপন বলেন, ‘এই যে কথাটা, ড্রেসিংরুমের পরিবেশ ভালো না, তামিম ও সাকিবের মধ্যে সমস্যা, এই সব কিছু আমার বাইরের থেকে শোনা। সবচেয়ে বেশি মিডিয়া থেকে। গত অস্ট্রেলিয়া বিশ্বকাপে আমি সবকিছু খুবই ভালো পেয়েছি। এর আগের কথা শুনেছি। কিন্তু আমি নিজে দেখিনি। আমি যেটা বলেছি, তামিমও সেটাই বলেছে। আমি ওদের সঙ্গে কথা বলেছি, জিজ্ঞেস করেছি কোনো সমস্যা আছে কী না। ওরা দুজনই আমাকে আশ্বস্ত করেছে এটার জন্য খেলায় কোনো প্রভাব পড়বে না। আমিও আমার সাক্ষাৎকারে সেটাই বলেছি।’
বোর্ড সভাপতির এমন বক্তব্যের পর আলোচনা-সমালোচনা চলছে বেশ। ইংল্যান্ড সিরিজের আগে এমন কাণ্ডে দেশের ক্রিকেটে রীতিমতো তোলপাড়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post