স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রিকেটে দারুণ লড়াই হয়েছে লিভারপুল ও নটিংহ্যাম ফরেস্টের। দুই দলের পাঁচ গোলের ম্যাচটি জিততে বেশ কষ্ট করতে হয়েছে মোহাম্মাদ সালাহদের। নটিংহ্যাম ফরেস্টকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে টেবিলের সাতে উঠেছে ক্লপের দল।
রাতের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয় গোল শুন্য সমতায়। অবনমনের শঙ্কায় থাক নটিংহ্যাম ফরেস্ট লড়াই করেছে বেশ। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে তাই প্রথমার্ধে মিলেনি কোনো গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খরা কাটে ম্যাচের। ৪৭তম মিনিটেই দিয়েগো জটার গোলে লিড নেয় লিভারপুল। মিনিট চারেকও নিজেদের লিড ধরে রাখতে পারেনি দলটি। ৫১তম মিনিটেই সমতায ফেরে নটিংহ্যাম ফরেস্ট। নেকো উইলিয়ামস দলকে সমতায় ফেরান।
১-১ গোলের সমতায় থাকা ম্যাচে মিনিট তিনেক পরই আবারো লিড নেয় লিভারপুল। ৫৫তম মিনিটে জটা জোড়া গোল পূর্ণ করেন। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়া নটিংহ্যাম সমতায়ও ফিরে দ্রুত। ম্যাচের ৬৭তম মিনিটে গেবিস হোয়াইটের গোলে স্কোর লাইন ২-২ হয়ে যায়।
তবে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি নটিংহ্যাম ফরেস্ট। মিনিট তিনেক পরেই ম্যাচের ৬৭তম মিনিটে মোহাম্মদ সালাহ ব্যবধান ৩-২ করেন। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post