নিজস্ব প্রতিবেদকঃ পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিনের সকালে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ দল। আর সকালের শুরুতেই তাইজুল ইসলামের উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের খেলা শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাইজুলকে। ১৬তম ওভারের প্রথম বলেই কাসুন রাজিথার ডেলিভারিতে এলবিডব্লিউ’র শিকার হয়ে ফিরেন তাইজুল। রিভিউ নিয়েও পার পাননি তিনি। ১৫ বলে ১ বাউন্ডারিতে ৬ রান করে ড্রেসিং রুমে ফিরে যান তাইজুল।
আগের দিনের করা ১৩ ওভারে ৫ উইকেটে ৪৭ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে মুমিনুল হক ও তাইজুল ইসলামের ব্যাটে সকালের শুরুটা মনমতো হলো না টাইগারদের। কোনোমতে দলের রান পঞ্চাশ পার করে দিনের খেলার তৃতীয় ওভারের প্রথম বলেই ফিরে গেলেন তাইজুল। বাংলাদেশের বিপদ বেড়ে গেল এতে করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ১৭ ওভারে ৬ উইকেটে ৫৪ রান। অভিজ্ঞ মুমিনুল হক ১২ ও মেহেদী হাসান মিরাজ কোনো রান না করেই অপরাজিত আছেন।
Discussion about this post