নিজস্ব প্রতিবেদকঃ আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসান ইনজুরিতে থাকায় লিটন দাসকে অধিনায়ক করা হয়েছে এক ম্যাচের টেস্ট সিরিজে।
দলে রয়েছে চমকও। ডাক পেয়েছেন নতুন দুই মুখ। তারা হলেন তরুণ শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পারফর্ম্যান্স করার পুরষ্কার পেয়েছেন দুজনই। এই দুই তরুণের ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘দুজনই অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলেছে। এরপর আমাদের হাই পারফরম্যান্স বিভাগে ছিল। ‘এ’ দলের হয়ে ওরা যথেষ্ট ভালো করেছে। আমরা আত্মবিশ্বাসী সুযোগ পেলে ওরা ভালো করবে।’
মাহমুদুল হাসান জয়কে দলে নেওয়ার ব্যাখ্যা দিতে গিয়ে নান্নু বলেন, ‘মাঝে সে কিছুদিন ভালো করেনি। তবে এখন রান করছে। সর্বশেষ ইনিংসটা সেঞ্চুরির। আর আন্তর্জাতিক ক্রিকেট সে আগেও খেলেছে। আশা করি, এবার সে–ও আগের ধারায় ফিরবে।’
আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। শুরুতে টেস্ট এরপর বিরতি দিয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। আগামী ১০ জুন বাংলাদেশ সফরে আসবে আফগানরা। ১৪ জুন থেকে শুরু হবে একমাত্র টেস্ট। লাল বলের ম্যাচ খেলে বাংলাদেশ ছেড়ে যাবে রশিদ খানরা। এরপর ভারতের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ খেলে তারা আবার আসবে ঢাকায়।
সূচি অনুযায়ী ঈদ উল আজহার পর আবার বাংলাদেশে এসে ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে তিন ওয়ানডে ম্যাচের সিরিজ। এরপর দুই দল যাবে সিলেটে। ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
১৫ সদস্যের বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুশফিক হাসান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post