স্পোর্টস ডেস্কঃঃ মুকেশের দুর্দান্ত বোলিংয়ে সানরাইজ হায়দ্রাবাদকে ৭ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। মুকেশ কুমারের করা শেষ ওভারে ১৩ রানের সমীকরণ মেলাতে পারেননি ওয়াশিংটন সুন্দর ও মার্কো। শেষ পর্যন্ত তাই হারতে হয়েছে হায়দ্রাবাদকে।
আগে ব্যাট করা দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেল ও মানিষ পান্ডিয়াদের ব্যাটে ১৪৪ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা সানরাইজ হায়দ্রাবাদ ৬ উইকেটে ১৩৭ রান তুলতে পারে।
১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা হায়দ্রাবাদ মায়াঙ্ক আগারওয়ালের ৪৯ রানেও জিততে পারেনি। ইনিংস সর্বোচ্চ এই রান সংগ্রহ করতে মায়াঙ্ক ৩৭ বল খেলেছেন। হাঁকিয়েছেন সাত বাউন্ডারি। ওয়াশিংটন সুন্দর ১৫ বলে ২৪ রানে অপরাজিত থাকেন। ৩১ রান আসে হ্যানরিকস কালসেনের ব্যাট থেকে। ১৩৭ রানেই শেষ হয় তাদের ইনিংসটি।
দিল্লির হয়ে নটররাজ ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট লাভ করেন।
আগে ব্যাট করতে নামা দিল্লি ক্যাপিটাল অক্ষর প্যাটেল ও মানিষ পান্ডিয়ার ব্যাটে ৯ উইকেটে ১৪৪ রান তুলে। ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করে সংগ্রহ করেন মানিষ পান্ডিয়া ও অক্ষর প্যাটেল। ২৫ রান করেন মিচেল মার্শ। ২১ রান করেন অধিনায়ক ওয়ার্নার।
হায়দ্রাবাদের হয়ে ওয়াশিংটন সুন্দর ৩টি ও ভুবনেশ্বর কুমার ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post