স্পোর্টস ডেস্কঃ নিজেদের হারিয়ে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড রোমাঞ্চে ঠাসা ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়েছে। প্রিমিয়ার লিগে মঙ্গলবার রাতে রেড ডেভিলদের হয়ে জোড়া গোল করেছেন আর্জেন্টাইন তরুণ অ্যালেজান্দ্রো গারনাচো। ভিলার গোলরক্ষক মার্টিনেজকে দুইবার ফাঁকি দিয়েছেন উঠতি এই তারকা। ইউনাইটেডের হয়ে অন্য গোলটি করেন গাসমুস হয়লুন।
ম্যাচের প্রথমার্ধে ইউনাইটেড ছিল বিধ্বস্ত, দিশাহীন। দুই গোল হজম করে পিছিয়ে পড়েছিল এরিক টেন হাগের দল। খাদের কিনারায় থাকা ইউনাইটেডকে বিরতির ফাঁকে উজ্জীবিত করেন কোচ। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় টেন হাগ বলেন, ‘বিরতির সময় বলেছিলাম-বিশ্বাস রাখো এবং আমরা জিতব। ম্যাচের আগে বলেছিলাম, আর্সেনালের বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিপূর্ণ ফুটবল খেলেছি; লিভারপুলের বিপক্ষে লড়াকু ফুটবল খেলেছি। যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে যে কাউকে হারাতে পারি আমরা।’
এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে ইউনাইটেড। সমানসংখ্যক ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে টেবিলের তিনে। ৪১ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল। একই দিনে তারা হারিয়েছে বার্নলিকে। দুইয়ে নেমে গেছে আর্সেনাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post