স্পোর্টস ডেস্কঃ মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হয়েছে তারকাখচিত লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সুনীল নারিনের নেতৃত্বাধীন দলটিতে আছেন সময়ের সেরা তারকা- আন্দ্রে রাসেল-মার্টিন গাপটিল-রাইলি রুশোরা। রোববার ডালাসে আগে ব্যাট করে ১৫৫ রান করে নিউ ইয়র্ক। জবাব দিতে নেমে মাত্র ৫০ রানে শেষ হয়ে যায় নাইট রাইডার্সের ইনিংস। দলটির ১০ ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পারেন নি!
নাইট রাইডার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ঝড় তুলেন ডেওনাল্ড ব্রেভিস। মাত্র ৭ বলে ১৫ রান করেন তিনি। এরপর দ্রুত ৩ উইকেট হারিয়ে বসে নিউ ইয়র্ক। এক পর্যায় তাদের স্কোর কার্ডে ছিল ৫৪ রানে ৪ উইকেট। সেখান থেকে নিকোলাস পুরান ও টিম ডেভিড রানের গতি বাড়ান। পুরান ৩৭ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ২১ বলে ৪৮ রান করেন ডেভিড। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৫৫ রান তোলে নিউ ইয়র্ক।
লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে আউট হন নাইট রাইডার্সের ওপেনার গাপটিল। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দলটির ইনিংস। নীতিশ কুমার শূন্য, রুশো ২ রান, জাসকারান মালহোত্রা ৫ রান করে ফিরে যান।একপ্রান্ত আগলে রেখে উন্মুক্ত চাঁদ করে ইনিংস সর্বোচ্চ ২৬। এটিই নাইট রাইডার্সের ইনিংসের একমাত্র দুই অঙ্কের ঘর ছোঁয়া রান! আন্দ্রে রাসেল-সুনীল নারিনরাও হাল ধরতে পারেন নি।
নাইট রাইডার্সের চার ব্যাটার শূন্য রান করেন। তিন ব্যাটার ২ রান করে সাজঘরে ফিরেন। এছাড়া একজন চার রান ও অন্য দু জন পাঁচ ও ছয় রান করেন। নিউ ইয়র্কের হয়ে পাঁচ বোলার ২টি করে উইকেট নিয়েছেন- ট্রেন্ট বোল্ট, কাগিসো রাবাদা, কাইরন পোলার্ড, এহসান আদিল ও নশতুস কেনজিগ। ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন ডেভিড। ৪টি করে ছক্কা-চারে ২১ বলে ৪৮ রান করেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post