নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৪ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় নেদারল্যান্ডস। এরপর অবশ্য পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন ওয়েসলে বারেসি ও কলিন অ্যাকারম্যান। তবে তাদের ৫৯ রানের জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান।
দলীয় ৬৩ রানে মুস্তাফিজের স্লোয়ার বুঝতে পারেননি বারেসি। ক্যাচটি নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। বারেসি থামলেন ৪১ রান করেই। আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি, খেলেছেন ১০০ স্ট্রাইক রেটেই। এরপরের ওভারে বোলিংয়ে আসেন সাকিব। বুদ্ধিদ্বীপ্ত বোলিংয়ে তিনি ফাঁদে পেলেন অ্যাকারম্যানকে।
সাকিবের ফাঁদে পা দিয়ে অ্যাকারম্যান ক্যাচ দেন শর্ট ফাইন লেগে। দারুণ ক্যাচ নেন মুস্তাফিজ। আগের ওভারে এই বাঁহাতি পেসারের বলেই ক্যাচ নিয়েছিলেন সাকিব। ফলে ৭ বলের মধ্যে ২ উইকেট হারাল নেদারল্যান্ডস। সাকিবের লেগ সাইডের বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৩৩ বলে ১৫ রান করেন অ্যাকারম্যান।
এর আগের ওভারে মুস্তাফিজের স্লোয়ার বুঝতে পারেননি বারেসি। লং অফ দিয়ে ছক্কার চেষ্টায় তুলে দেন আকাশে। বোলার মুস্তাফিজের খুব কাছেই ছিল ক্যাচ কিন্তু ছুটে এসে পিচের উপর দাঁড়িয়ে মুঠোয় নেন অধিনায়ক সাকিব। ভাঙে ৬৮ বল স্থায়ী ৫৯ রানের জুটি। ৮ চারে ৪১ বলে ৪১ রান করেন বারেসি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post